পুতিনের ইরান সফরে সঙ্গী এরদোয়ান

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৪:১৬ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২২, ০৪:১৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯ জুলাই ইরান সফরে যাচ্ছেন। সিরিয়া নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন তিনি। ক্রেমলিনের তরফ থেকে এখবর জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পুতিনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (১২ জুলাই) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরের পরিকল্পনা করছেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এ পরিস্থিতির মধ্যে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। এর আগে তিনি গত জুনের শেষের দিকে তাজিকিস্তান সফর করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh