পদ্মা সেতুতে ১৭ দিনে প্রায় ৪৩ কোটি টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৯:১৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আপনজনদের সাথে ঈদ উদযাপন শেষে পদ্মা সেতু দিয়ে স্বস্তিতে রাজধানীতে ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। পর্যটকরাও প্রতিদিন সেতুর দুই প্রান্তে ভিড় করছেন।

এতে সেতু দিয়ে গাড়ি চলাচলের প্রথম ১৭ দিনে টোল আদায় হয়েছে ৪২ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার ১০০ টাকা। গাড়ি পার হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৬৫০টি।

বুধবার (১৩ জুলাই) পদ্মা সেতুর টোল প্লাজা সূত্রে এতথ্য জানা যায়।

এদিকে, শুধু মঙ্গলবার (১২ জুলাই) ৩১ হাজার ৪১১টি যান পারাপার হয়েছে। এতে ৩ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা আয় হয়েছে।

সময় এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি ফেরি ঘাটের নানা ঝামেলা থেকে মুক্তি পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

প্রসঙ্গত, পদ্মা সেতু দেখতে কৌতুহলী অসংখ্য মানুষ প্রতিদিন দল বেঁধে আসছেন। বিধিনিষেধ থাকায় চলন্ত অবস্থায় সেতুতে ছবি তোলার চেষ্টা করছে অনেকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh