রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে যা করতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১১:০২ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২২, ১১:০৩ এএম

রান্নাঘর। ছবি: সংগৃহীত

রান্নাঘর। ছবি: সংগৃহীত

রান্নাঘরের পরিচ্ছন্নতা খুবই জরুরি একটি বিষয়। কিন্তু এ জরুরি বিষয়টি আমরা প্রায় সময়ই সঠিকভাবে খেয়াল রাখতে পারি না। রান্নাঘর পরিচ্ছন্ন রাখলে অনেক রোগ থেকেও দূরে থাকা যায়। রান্নাঘর পরিষ্কার রাখতে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই এ সমস্যার সমাধান মিলবে সহজে।

যা করবেন:

¾ এঁটো বাসনপত্র জমিয়ে রাখবেন না। খাওয়ার পর ধুঁয়ে ফেলতে হবে।

¾ পানি যাওয়ার রাস্তায় কিছু জমতে দেবেন না। তাতে ময়লা পানি জমে চারদিকে ছড়িয়ে পড়বে।

¾ বাজারের ব্যাগ, চালের বস্তা, প্লাস্টিক ব্যাগ ইত্যাদি অগোছালো করে এক জায়গায় রাখবেন না। তাতে আরশোলার উপদ্রব বাড়বে।

¾ আলু, রসুন, পেঁয়াজের মতো যেসব সবজি বা মসলা কয়েক দিন রেখে খাওয়া হয়, সেগুলো নির্দিষ্ট জায়গায় ঢেকে রাখুন।

¾ রান্নাঘরে কোনো সবজি পচতে দেবেন না। তাতে পিঁপড়া ও আরশোলার উপদ্রব বাড়বে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh