নারীর চোখে সুন্দর পুরুষ কে?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১১:১৪ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২২, ১১:১৫ এএম

 পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এ দুই সৌন্দর্যের সমন্বয়কে খুঁজে পেতে চান একজন নারী। ছবি: সংগৃহীত

পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এ দুই সৌন্দর্যের সমন্বয়কে খুঁজে পেতে চান একজন নারী। ছবি: সংগৃহীত

আমাদের সমাজব্যবস্থা সুন্দর পুরুষের একটি সংজ্ঞা বেঁধে দিয়েছে। সেই সংজ্ঞা অনুসারে লম্বা, সুদর্শন, পেটানো শরীরের অধিকারী পুরুষকে সুন্দর পুরুষ বলে বিবেচনা করা হয়। আসলে সবক্ষেত্রে এই  পুরুষদের এই বৈশিষ্ট্যগুলো নারীদের আকর্ষণ করে না। 

নারীদের চোখ পুরুষদের মাঝে অন্য সৌন্দর্য খুঁজে পেতে চায়। এগুলো হলো:

পুরুষের প্রতি আকর্ষণ বোধ করতে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাকের রুচিশীলতা, মার্জিত আচরণ এবং কথাবার্তায় রসবোধকে বেশি গুরুত্ব দেয় নারীরা।

পোশাকের সাথে মানিয়ে সে কেমন জুতা পড়ছে, সেখানেও তার রুচি অনেকটা পরখ করে নেয় কেউ কেউ।

নারীরা মনে করে যে পুরুষ তার নারী সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে। তাকে হাসাতে পারে, তার চাইতে আকর্ষণীয় আর আবেদনময় আর কিছু নেই।

পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্ব পায়। প্রথমত তার কণ্ঠ ও বাচনভঙ্গি, দ্বিতীয়ত কথা বলার বিষয়বস্তু ও তার গভীরতা ও তৃতীয়ত তার আদব-কায়দা।

বিশেষ করে কোনো পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এ দুই সৌন্দর্যের সমন্বয়কে খুঁজে পেতে চান একজন নারী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh