মালদ্বীপে পাননি ঠাঁই, সিঙ্গাপুরও ফেরাবে নাতো গোতাবায়াকে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১২:৫৮ পিএম

গোতাবায়া রাজাপাকসে। ছবি: বিবিসি

গোতাবায়া রাজাপাকসে। ছবি: বিবিসি

জনতার তোপের মুখে পড়ে নিজের দেশ শ্রীলঙ্কা থেকে গতকাল বুধবার (১৩ জুলাই) সামরিক বিমানে চড়ে মালদ্বীপে পালিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেখানেও প্রবাসী শ্রীলঙ্কান ও স্থানীয়দের বিক্ষোভের মুখে স্থিতু হতে পারেননি তিনি। 

পরে মালদ্বীপ থেকে বিমানে চেপে সিঙ্গাপুর পালাতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে তা হয়ে ওঠেনি। তবে এখন প্রাইভেট জেটে চড়ে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। আদৌ সেখানে গোতাবায়া ঠাঁই পাবেন কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন।

এদিকে এখনো পদত্যাগ করেননি গোতাবায়া রাজাপাকসে। তাই তিনিই এখনো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রয়েছেন। তবে আজ দিনের শেষে তিনি পদত্যাগ করতে পারেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh