সিঙ্গাপুর নয় সৌদি যাচ্ছেন গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০১:৫৪ পিএম

 গোতাবায়া রাজাপাকসে। ছবি: বিবিসি

গোতাবায়া রাজাপাকসে। ছবি: বিবিসি

সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মালদ্বীপ থেকে সৌদি আরবের উদ্দেশে উড়াল দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। 

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে সৌদি এয়ারলাইন্সের এসভি৭৮৮ ফ্লাইটে চড়ে মারে থেকে জেদ্দার পথে যাত্রা করেন তিনি। 

যাত্রাপথে সিঙ্গাপুরে নামবেন গোতাবায়া। অর্থাৎ, তিনি প্রথমে মালে থেকে সিঙ্গাপুর, পরে সিঙ্গাপুর থেকে জেদ্দা যাবেন।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম নিউজ কাটার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও দেশটি এখনো গোতাবায়াকে আশ্রয় দেবে কিনা তা এখনো বিবেচনাধীন থাকায় সৌদি যাচ্ছেন তিনি।

যাত্রাপথে গোতাবায়ার সাথে সঙ্গী হিসেবে তার স্ত্রী ও দুই দেহরক্ষীও রয়েছেন।

এর আগে, গতকাল বুধবার (১৩ জুলাই) রাতে গণরোষের মুখে পড়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। 

গতকাল বুধবার গোতাবায়ার পদত্যাগ করার কথা থাকলেও, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি পদত্যাগপত্র জমা দেননি। এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh