কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম

ফের বুস্টার ডোজের ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৪:৫৯ পিএম

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম। ছবি: ফাইল

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম। ছবি: ফাইল

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম জোরদার করতে আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী ফের বুস্টার বা তৃতীয় ডোজ ক্যাম্পেইনের আয়োজন করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শামসুল হকের স্বাক্ষরিত এক পত্রে এ  নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন নির্দেশনায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করতে হবে এবং সকলের প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। এজন্য ফাইজারের টিকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যে কোনও কোডিড-১৯ ভ্যাকসিনেশন টিকাদানকেন্দ্র হতে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। নিয়মিত কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে নিম্নলিখিতভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh