ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৯:৫৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) ওই রোগীকে শনাক্ত করা হয় বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন।

মন্ত্রী জানান, আক্রান্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ দিন আগে কেরালায় এসেছেন।

তার মাঙ্কিপক্সের উপসর্গ ছিল বলে মন্ত্রী উল্লেখ করেন। ওই রোগীকে কেরালার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপসর্গ থাকায় গতকাল তার নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল বলে মন্ত্রী জানান।

এদিকে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়ায় রাজ্যে বিশেষ ব্যবস্থা নিতে কেরালা রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের দল যোগ দেবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে কেরালা রাজ্যেই ভারতের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh