রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ২০ লাখ টাকা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৮:০৪ পিএম

২০ লাখ টাকাসহ আটককৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

২০ লাখ টাকাসহ আটককৃত রোহিঙ্গা যুবক। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকিয়ে রাখা ড্রাম থেকে ২০ লাখ টাকাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

শুক্রবার (১৫ জুলাই) ভোররাতে অভিযান চালিয়ে এসব টাকাসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত যুবক নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ব্লক-বি এর বাসিন্দা মৃত খলিলুর রহমান এর ছেলে নুর বারেক৷

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাতে যায়। এসময় আই ব্লকের রোহিঙ্গা হাজি সুলতানের ঘর হতে কৌশলে এক যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে নগদ বিশ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত টাকাসহ ওই যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh