দেশে ফিরলেন ছয় হাজার ৩৩২ জন হাজী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৯:০০ এএম | আপডেট: ১৭ জুলাই ২০২২, ০৯:৪৪ এএম

বাংলাদেশ বিমানের একটি হজ-ফ্লাইট থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানের একটি হজ-ফ্লাইট থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে ১২টি ফিরতি হজ ফ্লাইটে ছয় হাজার ৩৩২ জন হাজী দেশে ফিরেছেন। আজ শনিবার (১৭ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানের পাঁচটি, সৌদি এয়ারলাইন্সের ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমানে আজ শনিবার রাত ২টা পর্যন্ত এসব হজ যাত্রীরা দেশে ফেরেন।

উল্লেখ্য, আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।

চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে পাঁচ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ছয় জন নারীসহ ২১ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় তিনজন ও জেদ্দায় একজন হজযাত্রী মারা গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh