নড়াইলে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৯:২৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন নড়াইলে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কয়েকজন বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সহযোগী সংগঠনটি।

মন্ত্রী বলেন, নড়াইলে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলার ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ-র‌্যাব মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কয়েকজন বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যে যুবকের ফেসবুক থেকে ছড়ানো হয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশে বিশৃঙ্খলার মাধ্যমে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা সেগুলো করতে দেবো না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh