১০০ মিটার স্প্রিন্টের নতুন বিশ্বচ্যাম্পিয়ন কার্লি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০১:৪৪ এএম

ফ্রেড কার্লি। ছবি- সংগৃহীত

ফ্রেড কার্লি। ছবি- সংগৃহীত

উসাইন বোল্টের অবসরের পর যেন রং হারিয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড। তার পর ১০০ মিটার স্প্রিন্টে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ফ্রেড কার্লি। তবে ভাঙেনি কোনও রেকর্ড। 

গতকাল রবিবার  (১৭ জুলাই) সকালে আমেরিকার ওরেগনের ইউজিন শহরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াইয়ে কার্লি ১০০ মিটার দূরত্ব দৌড়েছেন ৯.৮৬ সেকেন্ড সময়ে। এর আগে সেমিফাইনালেও প্রায় একই সময়ে এ দূরত্ব অতিক্রম করেছিলেন। 

ফাইনালে রানার্স আপ হয়েছেন কার্লিরই স্বদেশি মারভিন ট্রেসি, তিনি .০২ সেকেন্ড বেশি সময় নিয়েছেন কার্লি থেকে। আর তৃতীয় হয়েছেন আরেক আমেরিকান ট্রেভর ব্রমেল। তালিকার প্রথম তিন স্থান দখল করেছেন আমেরিকানরা, এমন দৃশ্য শেষ ৩১ বছরে দেখেনি বিশ্ব অ্যাথলেটিক্স। ১৯৯১ সালে সবশেষবার প্রথম ৩টি স্থান দখল করেছিলেন আমেরিকান স্প্রিন্টাররা।

বিশ্ব অ্যাথলেটিক্সের গেল আসরের চ্যাম্পিয়ন ছিলেন ক্রিস্টিয়ান কোলম্যান। সেই তিনিই কি-না এবার হয়েছেন ষষ্ঠ! আর অলিম্পিক চ্যাম্পিয়ন মার্সেল জ্যাকবস তো খেলতেই পারেননি চোটের কারণে!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh