সংবাদ প্রকাশের জেরে দীপ্ত টিভির এমডি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৫:০৪ পিএম

দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান। ছবি: সংগৃহীত

দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান। ছবি: সংগৃহীত

দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান।

সোমবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

জানা যায়, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে ২০১৬ সালের ৫ এপ্রিল তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়।

এতে টেলিভিশন চ্যানেলটির এমডিসহ চার জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন সানোয়ারা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

মামলার চার আসামি হলেন- দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমেদ এবং চট্টগ্রাম প্রতিনিধি রুনা আনসারি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh