কাপ্তাইয়ে দুগ্রুপের গুলি বিনিময়, জনমনে আতঙ্ক

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৭:১৪ পিএম

রাঙ্গামাটির মানচিত্র

রাঙ্গামাটির মানচিত্র

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়া ফরেস্ট এলাকায় দুইটি গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। 

আজ সোমবার (১৮ জুুলাই) দুপুরে ইউনিয়নের হেডম্যান পাড়া ফরেস্ট এলাকায় দুইটি আঞ্চলিক দলের মধ্যে প্রায় ১০-২০ মিনিট পর্যন্ত গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়েই উভয়ের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। এদিকে গুলি বিনিময়ের শব্দ শুনে এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন। আবার ভয়ে অনেকে নদীর ওপাড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। 

এদিকে, চিৎমরম বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। গোলাগুলির কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

চিৎমরমের ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখানে জেএসএস নামের একটি আঞ্চলিক দল রয়েছে পূর্বে থেকে। তবে নতুন করে অন্যদল প্রবেশ করতে পারে। যার ফলে এই ঘটনা ঘটেছে। প্রায় ১০ থেকে ২০ মিনিটের মত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে। আমরা ভয়ে এলাকা ছেড়ে নদীর ওপার গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছি। 

এদিকে বেলা দেড়টার দিকে কাপ্তাই বিজিবির একটি দল ঘটনাস্থলে গেছে। 

ঘটনা সম্পর্কে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, চিৎমরমের ইউপি সদস্য আলম ফোন করে জানায়, উক্ত এলাকায় দুটি পক্ষের মধ্যে ২-৩ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জরুরি পুলিশ টহল দল ঘটনাস্থলে ছুটে যায়। 

অপরদিকে দুপুর দুইটার পর পরিস্থিতি স্বাভাবিক হলে চিৎমরম বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খোলতে শুরু করে। তবে নতুন করে এ ধরনের ঘটনা ঘটায় পুরো চিৎমরমবাসূর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh