মহেশপুর সীমান্তে দালালসহ আটক ৩৬

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৮:১১ পিএম

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটককৃতরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটককৃতরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দালালসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর, মাটিলা ও খোসালপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৩ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, যশোর, নড়াইল, বাগেরহাট,পিরোজপুর ও সাতক্ষীরা জেলায়।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh