এবার দিনাজপুরে জন্ম নিলো স্বপ্ন-পদ্মা-সেতু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৮:২৬ পিএম

জন্ম নেওয়া তিন নবজাতক স্বপ্ন, পদ্মা ও সেতু। ছবি: দিনাজপুর প্রতিনিধি

জন্ম নেওয়া তিন নবজাতক স্বপ্ন, পদ্মা ও সেতু। ছবি: দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক গৃহবধূ একসাথে ৩টি নবজাতক জন্ম দিয়েছেন। আর তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন-পদ্মা-সেতু। 

বিরামপুর পৌর শহরের ডা. ইমার উদ্দীন কমিউনিটি হাসপাতালে আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে ৩ নবজাতকের জন্ম দেন এক গৃহবধূ। স্বপ্নের পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

৩ নবজাতকের জন্ম দেয়া গৃহবধূর নাম ৩২ বছর বয়সী সাদিনা বেগম। তিনি উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। 

সাদিনা বেগম জানান, আমি ও আমার স্বামী ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। আমরা অভাবের মধ্যে বসবাস করি। এই অবস্থায় ৩টি বাচ্চা লালন-পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। 

হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দীন জানান, দুপুরে আমার হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে ৩ নবজাতকের জন্ম দেন ওই গৃহবধূ। মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন। তবে তাদের উন্নত চেকআপের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh