রোনালদো যাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদে!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১০:৫৭ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইল ছবি

প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) তাকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েও নেয়নি। নেয়নি বায়ার্ন মিউনিখ কিংবা চেলসি। এমনকি রিয়াল মাদ্রিদও ভাবেনি তার কথা। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তো চ্যাম্পিয়নস লিগ খেলতে চান। তাইতো এবার অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনিকে ধরেছেন।

দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, রোনালদো অ্যাটলেটিকো কোচ সিমিওনিকে তার প্রয়োজনীয়তা বুঝাতে সক্ষম হয়েছেন। তাই স্প্যানিশ ক্লাবটি ভাবছে রোনালদোকে আবার মাদ্রিদে ফেরানোর কথা। অ্যাটলেটিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত রোনালদো ২৯২ লা লিগার ম্যাচে গোল করেছেন ৩১১টি। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। এতোদিন অ্যাটলেটিকোর সমর্থকদের শত্রু ছিলেন রোনালদো। এবার তিনি হতে যাচ্ছেন তাদের বন্ধু!

অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তির মেয়াদ আরো এক বছর রয়েছে। কিন্তু এখনো তিনি মৌসুম পূর্ববর্তী অনুশীলনে যোগ দেননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh