গজল সম্রাট ভূপিন্দর সিং আর নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১১:৫১ পিএম

ভূপিন্দর সিং। ছবি- সংগৃহীত

ভূপিন্দর সিং। ছবি- সংগৃহীত

বলিউডের সঙ্গীত দুনিয়ার ‘গজল সম্রাট’ খ্যাত ভূপিন্দর সিং মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ সোমবার (১৮ জুলাই) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

এছাড়া একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী।

শিল্পীর মৃত্যুতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের কাছে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। 

তিনি বললেন, "ভূপিন্দরজি আমার বড় দাদা ছিলেন। ওঁর গায়ন রীতি, কণ্ঠস্বর সবার থেকে আলাদা। ফের সঙ্গীত দুনিয়া অভিভাবকহীন হল। ফের দেশ তার আরো এক কৃতী সন্তানকে হারাল।"

মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের প্রিয়। তাঁর ভারী কণ্ঠস্বরের নরম সুর ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh