কলকাতায় ভোগান্তির পর বিমানের ১৫৮ যাত্রী ঢাকায় ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১১:১২ এএম | আপডেট: ১৯ জুলাই ২০২২, ০১:১১ পিএম

ছবিতে বিমানের ফ্লাইট বিজি-৩৯৬ এর যাত্রীরা। ছবি: সংগৃহীত

ছবিতে বিমানের ফ্লাইট বিজি-৩৯৬ এর যাত্রীরা। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় নেতাজি সুভাসচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় গতকাল সোমবার (১৮ জুলাই) চরম ভোগান্তিতে পড়েন ১৫৮ যাত্রী। প্রায় চার ঘণ্টার ভোগান্তির পর আজ মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় যাত্রীরা জানান, বিমানের ফ্লাইট বিজি-৩৯৬ গতকাল সোমবার কলকাতার স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করার কথা ছিল। সে অনুযায়ী ফ্লাইটটিতে যাত্রীদের বোর্ডিং সম্পন্ন করা হয়। কিন্তু উড্ডয়নের কিছু আগে ফ্লাইট ক্রুরা যাত্রীদের জানান, এতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।

ফ্লাইটটি ছাড়তে বিলম্ব হলেও যাত্রীদের পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনার ক্ষেত্রে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ক্লিয়ারেন্স না আসায় যাত্রীদের ফ্লাইটটিতেই বসে থাকতে হয়।

এদিকে, কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থাও সে সময় কাজ করা বন্ধ করে দেয়। এতে ভোগান্তি আর আতঙ্কের মধ্যে পড়েন বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের উড়োজাহাজটির যাত্রীরা। অনেকেই অসুস্থ বোধ করেন।

একদফা ত্রুটি সারিয়ে পুনরায় ফ্লাইটটি উড্ডয়নের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে ভারতের বিমানসংস্থা জেট এয়ারের প্রকৌশলীরা উড়োজাহাজটিকে উড্ডয়ন উপযোগী করলে এটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘ফ্লাইটটিতে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। পরে জেট এয়ারের প্রকৌশলীরা এটিকে উড্ডয়ন উপযোগী করে ঢাকায় পাঠান। এখানে আসার পরপরই এটিকে বিমানের হ্যাঙ্গারে নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh