আজ থেকে এলাকাভিত্তিক দিনে ১ ঘণ্টার লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১১:২৪ এএম | আপডেট: ১৯ জুলাই ২০২২, ১১:৩০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে এক সপ্তাহ দৈনিক এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে। গতকাল সোমবার (১৯ জুলাই) বিদ্যুতের ঘাটতি ঠেকাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল সোমবার বৈঠক শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তিনি জানান, আজ মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে পরের সপ্তাহ থেকে হবে দুই ঘণ্টা।  

এছাড়াও রাত ৮টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট। ইবাদতের সময় ছাড়া অন্য সময় উপাসনালয়ের এসি বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া কমে আসছে সরকারি অফিসের সময়সীমা। পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে যেকোনো সময়। তবে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ গুরুত্ব পাবে। 

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনকে কমিয়ে যাতে আমাদের খরচ কম হয়, যেটা সহনশীল হয় সেই পর্যায়ে নিয়ে আসা এবং ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম।

লিঙ্কে ক্লিক করলে সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানা যাবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh