ডিসেম্বর পর্যন্ত সময় বাড়লো ইডিএফ ঋণের বিশেষ সুবিধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৩:২১ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২২, ০৩:২২ পিএম

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

করোনা মহামারির প্রভাবের কারণে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে বিশেষ সুবিধার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিটিএমএ ও বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠান ৩০ মিলিয়ন পর্যন্ত ঋণ নিতে পারবে। সাধারণভাবে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার ঋণ নেওয়া যায়।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) এ সংক্রান্ত নির্দেশ জারি করে প্রজ্ঞাপন দেশের ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

অপর আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানি আয় কিংবা সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে হবে। কোনো প্রতিষ্ঠান অন্য ঋণ নিয়ে ইডিএফের দায় পরিশোধ করলে পরবর্তীতে তারা আর ইডিএফ সুবিধা পাবে না।

সংশ্লিষ্টরা জানান, সুবিধার মেয়াদ বৃদ্ধির এ সিদ্ধান্ত রপ্তানি বাণিজ্যের জন্য সহায়ক হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh