চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৪:৪৩ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২২, ০৪:৫৫ পিএম

চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ। ছবি: সাভার প্রতিনিধি

চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ। ছবি: সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে চুরির অভিযোগে কিশোর মনির হোসেন (১৪) মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেধে মারধরের অভিযোগ উঠেছে ফুটপাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় হাত-পা বেঁধে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মারধর করা হয় ওই কিশোরকে। 

আহত মনির হোসেন সাভারের রেডিও কলোনি জামসিং নবী মার্কেট এলাকার ইসমাইলের ছেলে। 

স্থানীয়রা জানান, ভোর রাতে সাভার বাস স্ট্যান্ডে চুরির অপবাদ দিয়ে তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মারধর করে নাসিম ইকবাল, ব্যবসায়ী তোফাজ্জল ও  ইউনুস।

পরে সেখানকার কেউ একজন জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে দুপুরে কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। সেই সাথে অভিযুক্তদেরকেও আটক করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ বলেন,  আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আহত কিশোরকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসি। তাকে বেধড়ক মারধর করা হয়েছে।

এদিকে কিশোরকে মারধর করা তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh