সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশনা জারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৭:৫৯ পিএম

জনপ্ররশাসন মন্ত্রণালয়

জনপ্ররশাসন মন্ত্রণালয়

‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান অনুষ্ঠান আগামী ২৩.০৭.২০২২ তারিখ সকাল ১০.৩০ মিনিটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতির জন্য আগামী ২২.০৭.২০২২ শুক্রবার সকাল ৯.০০ টা থেকে এবং অনুষ্ঠানের দিন ২৩.০৭.২০২২ তারিখ শনিবার সকাল ৭.০০ টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় খােলা থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
www.mopa.gov.bd 

নং-০৫.০০.০০০০.১১০.০০.০৩৮.২২-৭২৩ তারিখ: ১৮ জুলাই ২০২২

বিষয় : সাপ্তাহিক ছুটির দিনে (২২.০৭.২০২২ তারিখ শুক্রবার এবং ২৩.০৭.২০২২ তারিখ শনিবার) অফিস খােলা রাখা।

‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান অনুষ্ঠান আগামী ২৩.০৭.২০২২ তারিখ সকাল ১০.৩০ মিনিটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতির জন্য আগামী ২২.০৭.২০২২ শুক্রবার সকাল ৯.০০ টা থেকে এবং অনুষ্ঠানের দিন ২৩.০৭.২০২২ তারিখ শনিবার সকাল ৭.০০ টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় খােলা থাকবে।

০২। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীকে ২২.০৭.২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩.০০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে মহড়ায় অংশগ্রহণের জন্য এবং ২৩.০৭.২০২২ তারিখ সকাল ৮.০০ টা থেকে স্ব স্ব দায়িত্ব পালনের জন্য অনুরােধ করা হলাে। 

০৩। দায়িত্বপ্রাপ্ত নন এমন কর্মকর্তা/কর্মচারীকে ২৩.০৭.২০২২ তারিখ শনিবার সকাল ৮.০০ টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ব স্ব অফিস কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরােধ করা হলাে। 

০৪। অনুষ্ঠান আয়ােজনের সাথে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা/কর্মচারীগণ উল্লিখিত তারিখ ও সময়ের বাইরে প্রয়ােজন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। 

০৫। সকল কর্মকর্তা/কর্মচারীকে ২৩.০৭.২০২২ তারিখ অফিসিয়াল পােষাকে অফিসে আসার জন্য অনুরােধ করা হলাে।

(মাে: এনামুল হক)
উপসচিব 
ফোন-৫৫১০০২১৬

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh