মিসরের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনা, নিহত ২২

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৮:০২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মিসরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২ জন, আহত হয়েছেন আরো ৩৩ জন। 

আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিনিয়ার প্রাদেশিক সরকার।

বিবৃতিতে বলা হয়, রাজধানী কায়রোর সঙ্গে মিনিয়ার সংযোগকারী মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে দ্রুতগতিতে ছুটতে থাকা যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। ট্রাকটি টায়ার বদলের জন্য সড়কে দাঁড়িয়েছিল।

হতাহতরা সবাই বাসটির যাত্রী ছিলেন। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেটি মিনিয়ার মালাউই শহরে পড়েছে। রাজধানী কায়রো থেকে মালাউইর দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার।

দুর্ঘটনার অল্প সময়ের মধ্যেই হতাহতদের উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয় বলে উল্লেখ করা হয়েছে সরকারি বিবৃতিতে।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায় নৈমিত্তিক ব্যাপার। দেশটিতে প্রতি বছর হাজারেরও বেশি মানুষ নিহত হন এই দুর্ঘটনায়।

যানবাহনসমূহের অতিমাত্রার গতি, বাজে সড়ক ও চালকদের ট্রাফিক আইন না মেনে চলার প্রবণতাই মিসরে সড়ক দুর্ঘটনা বাড়তে থাকার প্রধান কারণ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh