লোডশেডিং নিয়ে আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১২:২১ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২২, ১২:৫৯ পিএম

লোডশেডিং। ছবি: সংগৃহীত

লোডশেডিং। ছবি: সংগৃহীত

এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২২ জুলাই) সকালে বারিধারায় নিজ বাসভবনে বিদ্যুৎ, লোডশেডিং ও জ্বালানি ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। গ্রাহকরাও এটাকে বিশেষ পরিস্থিতি হিসেবে মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেই ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিজেলের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, বাকি ৯০ ভাগ পরিবহন ও সেচ কাজে ব্যবহার হয়। বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার চাচ্ছে ১০ শতাংশ ডিজেল খরচ কমাতে। এতে দেশের ডলার খরচ কম হবে।

তিনি আরো জানান, বর্তমানে দেশে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। পিকআওয়ারে চাহিদা ১৪ হাজার মেগাওয়াট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh