বৃষ্টি আসতে পারে, গরম কমার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১২:১৪ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (২২ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে।

তবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি এবং রাঙামাটি ও ফেনীতে সর্বনিম্ন ২৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh