রোহিঙ্গা গণহত্যা: আইসিজে’র রায়কে স্বাগত জানালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৯:০৭ এএম

রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার (২২ জুলাই)  রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, আইসিজে রায়ে আইনি এবং পদ্ধতিগত ভিত্তিতে মিয়ানমারের চারটি প্রাথমিকভাবে আপত্তি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ মনে করে এ রায় আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রশ্নে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে রোহিঙ্গাদের অধিকার পুনরুদ্ধার করে মিয়ানমারে তাদের নিজ গৃহে টেকসই প্রত্যাবাসনে আস্থাও তৈরি হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছেন। গতকাল শুক্রবার (২২ জুলাই) নেদারল্যান্ডসের স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) এ রায় পড়ে শোনান আইসিজে সভাপতি বিচারপতি জোয়ান ই ডনোগু।

এর ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানিতে আর কোনো বাধা থাকল না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh