বাক্স খুলতেই বেড়িয়ে এলো কাটা পা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১২:৩৪ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২২, ১২:৪০ পিএম

পরিত্যক্ত বাক্সে মানুষের কাটা পা। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পরিত্যক্ত বাক্সে মানুষের কাটা পা। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার ভাগাড়ে একটি পরিত্যক্ত বাক্সে মিলেছে মানুষের কাটা পা। গতকাল শুক্রবার (২২ জুলাই) বিকেলে জেলা শহরের পূর্ব মেড্ডায় তিতাস নদীর তীর থেকে কাটা পা উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ সিংহ  জানান, দুপুরে থানায় ফোন আসে জেলা শহরের পূর্ব মেড্ডায় তিতাস নদীর তীরে একটি কাটা পা পাওয়া গেছে। সেখানে এক টোকাই কিশোর ময়লা কুড়ানোর সময় একটি বাক্স দেখতে পায়। সেটি খোলার পর এর ভেতরে একটি পা পাওয়া যায়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা থানায় খবর দেয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত পা’টি আনুমানিক একজন ৪০/৪৫ বছরের ব্যক্তির হতে পারে। আমরা তা উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করি। সেখানে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর বিকালে মাটি চাপা দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh