ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে গেল ৪২ টন তেল (ভিডিও)

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০১:৪৯ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২২, ০৪:৫৭ পিএম

 তেলবাহী ট্রেন লাইনচ্যুত। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

তেলবাহী ট্রেন লাইনচ্যুত। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কনটেইনার ছিদ্র হয়ে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা রেল স্টেশনের আপ সাইডে লুপ লাইনের ওপর ট্রেনটি ব্রেক করতে গিয়ে লাইনচ্যুত হয়।

পোড়াদহ রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরো বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। লুপ লাইনে ওঠার পর লোকোমাস্টার ব্রেক ধরতে গেলে দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনায় ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় তেল ভর্তি একটি কনটেইনার উল্টে ট্রেন লাইনের ওপর পড়ে। এটি ছিদ্র হয়ে তেল পড়তে থাকে। দুই রেললাইনের মাঝে প্রচুর পরিমাণে তেল জমে আছে।

রেল পুলিশের ওসি জানান, একটি কনটেইনারে ৪২ টন লেখা আছে। ওই কনটেইনারের সব তেল পড়ে গেছে। এদিকে রিলিফ ট্রেন ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh