এখন ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৩:৩৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আগে উৎসব নিয়ে ভোট হতো আর এখন ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, এছাড়া দেশের বর্তমান সংকট থেকে পরিত্রাণের একমাত্র উপায় সরকারের পদত্যাগ ও জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

শনিবার (২৩ জুলাই) দুপুরে বিদেশি গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধিদের সংগঠন (ওকাব) এর মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এসময় বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনে সরকার ব্যর্থ উল্লেখ করে ফখরুল বলেন, বিদ্যুতের অভাবে বন্ধ হতে বসেছে দেশের সার কারখানা, যার প্রভাব পড়বে দেশের খাদ্য উৎপাদনে।

বিএনপির মহাসচিব আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের দ্বারপ্রান্তে তারই বহিঃপ্রকাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনা।

এসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, গত নির্বাচনে বিএনপিকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আওয়ামী লীগ। তাই নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে সোচ্চার তারা। ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আসছে আন্দোলনে অনাকাঙ্খিত কোনো পরিস্থিতি তৈরি হলে সে জন্য সরকারই দায়ী থাকবে।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh