নেত্রকোনায় ২ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৭:২৬ পিএম

মৃত আব্দুল মালেকের লাশ। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

মৃত আব্দুল মালেকের লাশ। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে পানিতে ডুবে আব্দুল মালেক নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

অপরদিকে কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া খাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত নারীর নাম সুশীলা হাজং। তিনি কুল্লাগড়া ইউনিয়নের বগাউড়া গ্রামের দেবেন্দ্র বেতেন্দ্র হাজংয়ের স্ত্রী। ৫৫ বছর বয়সী সুশীলা দিনমজুরির কাজ করতেন।

দূর্গাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিউল্ল্যাহ মির্জা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত আব্দুল মালেক ইন্দ্রপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। 

নেত্রকোনার দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল ইসলাম মরদেহ দুটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে ওসি শিব্বিরুল ইসলাম জানান, সুশীলা হাজং শুক্রবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেনি। স্বজনরা খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা ছনগড়া খালে এক নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে সুশীলার পরিবারের সদস্যরা এসে এটি সুশীলার মরদেহ বলে নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh