চবির ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৭:৪৩ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২২, ০৭:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ২ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির মতে, অপরাধীরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। এ ঘটনায় জড়িত ২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।'

এছাড়া হাটহাজারী কলেজের বাকি ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, 'বাকি পলাতকদের কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে তাদেরও বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।'

এ ঘটনায় জড়িত ৬ আসামির চবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিষয়ে হাটহাজারী কলেজ এর প্রিন্সিপাল গুল মোহাম্মদ বলেন, 'গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh