ওয়াশিংটনে বন্দুক হামলা, নিহত ১

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৮:৩৮ পিএম

নিরাপত্তা বাহিনীর তৎপরতা। ছবি- সংগৃহীত

নিরাপত্তা বাহিনীর তৎপরতা। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে জনসমাগম স্থানে বন্দুকধারীর হামলায় ১ জন নিহত। আহত হয়েছে আরো ৫ জন।

স্থানীয় সময় আজ শনিবার (২৩ জুলাই) বিকেলের এর দিকে এ ঘটনা ঘটে।

রেনটনের পুলিশের মুখপাত্র সান্দ্রা হ্যাভলিক বলেন, রেন্টন শহরের কেন্দ্রস্থলে গুলি চালায় বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এর তাৎক্ষণিক জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এ ঘটনায় একজন হামলাকারীকে শনাক্ত করা গেছে। আহতদের জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বড় সমাবেশের বাইরে থেকে গুলি চালানো হয়েছিল। তবে ঘটনাটি নিয়ে পুরোপুরি স্পষ্ট করতে পারেনি প্রশাসন। ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

চলতি বছরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে। গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।  এ ধরনের ঘটনা বন্ধে অস্ত্র আইন নিয়ন্ত্রণের কঠোর করার দাবি উঠেছে দেশজুড়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh