‘বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার কোনো সম্ভাবনা নেই’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১১:৫৫ পিএম

সাবেক গভর্নর ড. আতিউর রহমান। ফাইল ছবি

সাবেক গভর্নর ড. আতিউর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আজ আমরা সাহসের সাথে জোর গলায় বলতে পারি আমাদের দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পেরেছি। এটার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলে গুজব ছড়াচ্ছে তাদের কথার ভিত্তি নেই।

আজ শনিবার (২৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, বাংলাদেশ ব্যাংকের যৌথ আয়োজনে মহুয়া সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধভিত্তিক ৩টি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, অনেক প্রান্তিক পর্যন্ত ব্যাংকিং সেবা চলে গেছে। মুক্তিযুদ্ধের ৮০ শতাংশই ছিল কৃষক শ্রেণি। আর কৃষকদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক সবসময় পাশে থেকেছে। এক অর্থে কৃষকরাও ডলার কামাচ্ছেন, কেননা এই মুহূর্তে যদি বাংলাদেশের বাইরে থেকে ২-৩ বিলিয়ন ডলারের খাদ্য কিনতে হতো, তাহলে রিজার্ভ সমস্যা অনেক বেশি দেখা দিত। সেটা যেহেতু লাগছে না সুতরাং কৃষক ও এ রিজার্ভ সংরক্ষণে ভূমিকা রাখছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh