কুয়েতি দিনারের দাম বেড়েছে, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

আবু বক্কর সিদ্দীক পাভেল, কুয়েত থেকে

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৫:৪২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কুয়েত প্রবাসী বাংলাদেশিরা এক মাস আগেও এক দিনারের বিপরীতে পেতেন ২৮০ টাকা। গতকাল প্রতি দিনারের বিনিময় হার ৩৩৩ টাকা ছাড়িয়ে গেছে। এক মাসের ব্যবধানে কুয়েতি দিনারের দাম বেড়েছে প্রায় ৫৩ টাকা। এনিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস চলছে। একই উদ্দীপনা রয়েছে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও।

চলতি বছরের এপ্রিলেও প্রতি রিয়ালের বিপরীতে ২২-২৩ টাকা পেতেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। আর গতকাল প্রবাসী বাংলাদেশিরা মানি এক্সচেঞ্জ হাউজের কাছ থেকে রিয়ালপ্রতি ২৭ টাকা পর্যন্ত পেয়েছেন।

দিনার, রিয়ালের মতোই আরব আমিরাতের দিরহাম, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রার দাম বেড়েছে। ওইসব দেশে অভিবাসী বাংলাদেশিরা আগের তুলনায় বেশি মূল্যে মানি এক্সচেঞ্জ হাউজগুলোর কাছে মুদ্রা বিক্রি করতে পারছেন। একই পরিমাণ অর্থ দেশে পাঠালেও দুই মাস আগের চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা। এতে বৈধ চ্যানেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে শুরু করেছে।

গত দুই মাসে ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। মে মাসের শুরুতেও প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৮৬ টাকা। আর গত বৃহস্পতিবার প্রতি ডলার প্রায় ৯৪ টাকায় বিক্রি হয়েছে। ডলারের এ দামের হিসাব বাংলাদেশ ব্যাংকের। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত এ দামে দেশের কোথাও ডলার পাওয়া যাচ্ছে না। মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১০৪ টাকা দামেও ডলার কিনছে দেশের অনেক ব্যাংক। দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডও ১০৩ টাকায় রেমিট্যান্সের ডলার কিনছে। স্বল্প সময়ে টাকার এত বড় অবমূল্যায়ন বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh