ডেপুটি স্পিকারের প্রথম জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১১:৪১ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২২, ১২:৩১ পিএম

জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাযা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। 

জানাযা শেষে তার মরদেহ এখন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে গাইবান্ধার সাঘাটায়। সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে মরদেহ নেয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে আজ সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায়। 

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh