গাইবান্ধায় ডেপুটি স্পিকারের মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৪:১৬ পিএম

মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ বহনকারী হেলিকপ্টার। ছবিছ সংগৃহীত

মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ বহনকারী হেলিকপ্টার। ছবিছ সংগৃহীত

ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ গাইবান্ধার সাঘাটায় পৌঁছেছে। 

আজ সোমবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে সশস্ত্র বাহিনীর একটি হেলিকপ্টার তার মরদেহ নিয়ে বোনারপাড়া হেলেনচা গ্রামের ভেলাকোপা বিলে অবতরণ করে।

জানা গেছে, সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ডেপুটি স্পিকারের মরদেহ ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হচ্ছে। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। 

একই মাঠে বিকেল ৩টায় দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে নিজ বাড়ি গটিয়া গ্রামে। সেখানে বিকেল সাড়ে ৫টায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। 

এর পরপরই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এছাড়া ফজলে রাব্বীর মরদেহে শ্রদ্ধা নিবেদনসহ দুই দফা জানাজা নামাজ ও সুষ্ঠু দাফন সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh