সেই মহিউদ্দিন রনিকে ডেকেছেন রেলের ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৬:৫৯ পিএম

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিবাদী তরুণ মহিউদ্দিন রনি। ছবি: ফাইল

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিবাদী তরুণ মহিউদ্দিন রনি। ছবি: ফাইল

রেলওয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদী তরুণ মহিউদ্দিন রনিকে রেল ভবনে ডেকে পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদার।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে মোবাইল ফোনে কল করে তাকে ডেকে পাঠানো হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। 

এর আগে, ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্মারকলিপি জমা দেন মহিউদ্দিন রনি। 

মহিউদ্দিন রনি বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি। এইমাত্র আমাকে রেল ভবনের ডিজি এবং সচিব ডেকেছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।

তিনি বলেন, আমার যতটুকু সুযোগ ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজ সুযোগ হয়েছে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার, সেটি দিলাম। নিশ্চয়ই প্রধানমন্ত্রী একটা আশ্বাস দেবেন। রেলের অব্যবস্থাপনা নিয়ে আমার এবং সারাদেশের মানুষের যে ছয় দফা দাবি সেটি যেন অবিলম্বে বাস্তবায়ন হয়। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি পড়লে এই ছয় দফা দাবিও বাস্তবায়ন হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh