সাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৫:১৬ পিএম

সাগরে ট্রলার ডুবি। ছবি: ফাইল

সাগরে ট্রলার ডুবি। ছবি: ফাইল

নোয়াখালীর হাতিয়ায় নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে সকালে ঘাটে যাচ্ছিলো ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় জোয়ারের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১৮ জন মাঝি মাল্লা ও জেলে পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়।

ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরো ২টি ট্রলার পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh