৭২ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় রপ্তানি ট্রফি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৮:৫৭ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২২, ০৯:৪১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ৭২ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফির জন্য নির্বাচন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে এতথ্য।

জানা গেছে, এ বছর সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড।

তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণপদক পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে অনন্ত এ্যাপারেলস লিমিটেড।

এছাড়া তৈরি পোশাক (নিটওয়ার) খাতে স্বর্ণপদক পাচ্ছে জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রৌপ্যপদক স্কয়ার ফ্যাশনস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে ফোর এইচ ফ্যাশনস লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh