‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০১:৪৭ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

দ্রুত ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বন্ধ করা যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) সংস্থার মাঙ্কিপক্স বিষয়ক কৌশলগত প্রধান রোসামুন্ড লুইস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা এখনও বিশ্বাস করি যে, মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব সঠিক গ্রপে সঠিক কৌশলের মাধ্যমে বন্ধ করা যেতে পারে, তবে সময় চলে যাচ্ছে এবং এটি বন্ধে আমাদের সবাই একসাথে কাজ করতে হবে।’

গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছিল। এটি স্বাস্থ্য বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা। এটি ঘোষণার অর্থ হচ্ছে, এই রোগ ঠেকাতে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন এবং টিকা ও চিকিৎসার জন্য জরুরি তহবিল অবমুক্ত করা।

লুইস বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও একটি বিশ্বব্যাপী সমন্বয় প্রক্রিয়া নির্ধারণে কাজ করছে। এই মুহুর্তে, এটি এমন কিছু যা এখনও আলোচনায় রয়েছে।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ৭৫টি দেশ থেকে ১৬ হাজারেরও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। এই রোগে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh