টাইগার-দিশার প্রেমে ভাঙন!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৭:২১ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২২, ০৭:৩৪ পিএম

টাইগার শ্রফ ও দিশা পাটানি। ছবি- সংগৃহীত

টাইগার শ্রফ ও দিশা পাটানি। ছবি- সংগৃহীত

বহুদিন ধরে বলিউডে আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিপাড়ার অন্যতম আদর্শ প্রেমিক জুটিও তারা। দীর্ঘ ছয় বছরের চর্চিত এই জুটি ভেঙে গেল!

মুম্বাইয়ের সংবাদ সংস্থা সূত্রের দাবি, ছয় বছরের সম্পর্কের ইতি টানছেন টাইগার-দিশা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন। তবে টাইগার বা দিশা কেউই এ বিষয়ে কথা বলেননি।

টাইগারের বাড়িতে দিশার আনাগোনা ছিল, সে খবর সকলের জানা। তবে হঠাৎ কী কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা, এ বিষয়ে কেউই কোনো তথ্য দিতে পারেননি। বন্ধুদের সাথেও বিচ্ছেদের বিষয়ে কোনো আলোচনা করেননি টাইগার। তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে এই জুটির বিচ্ছেদের গুজব ছড়িয়েছিল।

প্রসঙ্গত, আপাতত লন্ডনে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন টাইগার শ্রফ। অন্যদিকে দিশা তার নতুন সিনেমা ‘এক ভিলেন’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

সূত্র: আনন্দবাজার

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh