২ বছরে সর্বনিম্ন গুগলের আয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১০:৩৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গুগলের রাজস্ব প্রবৃদ্ধি গত অর্থবছরে কমেছে, যা ২ বছরের মধ্যে সর্বনিম্ন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার তীব্র আশঙ্কার মধ্যে ব্যয় সংকোচন করেছেন বিজ্ঞাপনদাতারা। ফলে গুগলের আয় হ্রাস পেয়েছে।

গতকাল (২৬ জুলাই) এ অর্থবছরের আয় প্রকাশ করেছে গুগলের করপোরেট প্যারেন্ট অ্যালফাবেট। 

এতে বলা হয়, কোভিড-১৯ মহামারী চলাকালীন বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে পরিচালিত করা টেলওয়াইন্ডগুলো স্থানান্তরিত হওয়ার সবশেষ লক্ষণ গুগলের আয় কমে যাওয়া।

প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ায় আন্তর্জাতিক শেয়ারবাজারের অন্তর্ভুক্ত প্রযুক্তি জায়ান্ট নাসডাক কম্পোজিট সূচক চলতি বছর এখন পর্যন্ত ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।

আলোচিত এপ্রিল-জুন মেয়াদে অ্যালফাবেটের রাজস্ব হয়েছে ৬৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ের চেয়ে যা প্রায় ১৩ শতাংশ বেশি। তবে ২০২০ সালের দ্বিতীয় অর্থবছরের চেয়ে বেশ কম।

ওই সময় মহামারির কারণে প্রতিষ্ঠানটির আয় কমে। কারণ, বেশিরভাগ ভোক্তা ঘরে বসে থাকায় বিজ্ঞাপনদাতারা পিছু হটেন। সেই থেকে বছরের পর বছর গুগলের প্রবৃদ্ধি কমছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh