সিনেমার গানে ফিরছে প্রাণ

এন ইসলাম

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১২:১২ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২২, ১২:২৩ পিএম

পরাণ সিনেমার একটি দৃশ্যে মিম ও রাজ। ছবি: সংগৃহীত

পরাণ সিনেমার একটি দৃশ্যে মিম ও রাজ। ছবি: সংগৃহীত

একটা গানই সিনেমাকে অনেক সময় ব্যবসা সফল করে, এমন উদাহরণ অনেক আছে। শুধু ঢাকায় নয়, বলিউড কিংবা তামিল অনেক সিনেমাও গানের কারণেই জনপ্রিয় হয়েছে।

‘বেদের মেয়ে জোসনা’, ‘হৃদয়ের কথা’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’সহ এমন অনেক সিনেমা গান দিয়েই দর্শকের কাছে পৌঁছেছে। নায়করাজ রাজ্জাক-কবরীর যুগেও সিনেমার গান শ্রোতাদের মুখে শোনা যেত। ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ সিনেমার অসংখ্য গান এখনো দারুণ জনপ্রিয়। শুধু প্রেমের ও রোমান্টিক ধারার সিনেমা নয়, অনেক অ্যাকশন সিনেমার গানও এদেশের সিনেমাপ্রেমীদের মুখে মুখে শোনা গেছে।

বিশেষ করে প্রয়াত নায়ক জসিম ও মান্না অভিনীত বেশ কিছু সিনেমার গান আজও সিনেমাপ্রেমীদের কাছে দারুণ সমাদৃত। এর মধ্যে ‘এ জীবন কেন এত রং বদলায়’, ‘ও রুবী বলো না তুমি বলো না’, ‘এ হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তোমারই নাম’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ উল্লেখযোগ্য। শেষ সময়ে এসে ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি’, ‘পোড়া মন-২’ সিনেমার ‘ওহে শ্যাম’ গান দুটিও দর্শকের মনে দাগ কাটে। তবে গেল কয়েক বছরে সিনেমার গানে বেশ খরা পড়ে এটি মিথ্যে নয়। উল্লেখযোগ্য গান আগের মতো চারদিকে শোনা যায়নি। সিনেমার অশ্লীলতার যুগে সিনেমার গান অনেকটাই হারিয়ে যায় বলে অনেকের মন্তব্য। এরপর ক্রমান্বয়ে সিনেমা নির্মাণও কমে যায়।

কিন্তু চলতি বছরটা তার ব্যতিক্রম বলতে হয়। করোনার কারণে দুই বছর সিনেমা হলে দর্শক দেখা যায়নি। ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক সিনেমা হলে ফিরতে শুরু করে। যদিও তার আগে বেশ কয়েকটি ভালো গল্পের সিনেমা মুক্তি পায়। এর মধ্যে চলতি বছরের কয়েকটি সিনেমার গানও দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।

সম্প্রতি দারুণভাবে ভাইরাল হয়েছে ‘হাওয়া’ সিনেমার ‘সাদাসাদা কালাকালা’ গানটি। ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি’। এমন কথার গানটি সোশ্যাল মিডিয়ার বাইরে সাধারণ মানুষের মুখেও শোনা যাচ্ছে। হাশিম মাহমুদের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। এতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলু।

এর মধ্যে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটিও সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। জনি হকের কথায় ও নাভেদ পারভেজের সংগীতে গানটিতে কণ্ঠ দেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এ গানের মধ্য দিয়ে অয়ন চাকলাদারও নিজেকে নতুনভাবে দর্শক-শ্রোতাদের সামনে উপস্থাপন করেন।

এর আগে ঈদুল ফিতরে শাকিব খান ও পূজা অভিনীত ‘গলুই’ সিনেমার ‘জমবে মেলা’ গানটিও আলোচনায় আসে। এসএ হক অলিকের কথায় গানটির সুর-সংগীত ও কণ্ঠে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ও জেরিন। চলতি বছরে নবাগত নায়ক আদর আজাদ অভিনীত  মুক্তিপ্রাপ্ত ‘তালাশ’ সিনেমার ‘একা রাস্তায়’ গানটিও দর্শক-শ্রোতাদের মুখে শোনা যায়। শাহাদাত হোসাইনের কথায় গানটির সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন দিন ইসলাম শাহরুখ। 

এছাড়া চলতি বছরে ‘শান’ সিনেমার ‘হাজার জোনাকি’, ‘পাপপুণ্য’ সিনেমার ‘তোর সাথে নামলামরে পথে’,  ‘অমানুষ’ সিনেমার ‘খোদা জানে’ গানটিও দর্শক-শ্রোতাদের কাছে প্রশংসিত হয়। চলচ্চিত্র বোদ্ধাদের মতে, গান হলো ঢাকাই সিনেমার প্রাণ। শ্রুতিমধুর কথা সুরের গানের মধ্য দিয়ে দর্শকের কাছে যে কোনো সিনেমাকে সহজে পৌঁছানো যায়। তাই এ দেশের সিনেমার শুরু থেকেই গানকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে চলচ্চিত্র নির্মাতাদের দাবি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh