মোজায় লুকিয়ে উত্তর কোরিয়ার মুদ্রা পাচার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৮:২৯ পিএম

উত্তর কোরিয়ার মুদ্রা।ছবি- সংগৃহীত

উত্তর কোরিয়ার মুদ্রা।ছবি- সংগৃহীত

কঠোর গোপনীয়তার দেশ উত্তর কোরিয়া। তাদের সীমানার ভেতর থেকে কিছু বাইরে আনাটা অনেকটা অসাধ্যের মতো। তবে এবার মোজায় লুকিয়ে দেশটির একটি মুদ্রা পাচার করে এনেছেন এক ব্যক্তি। সেটির ছবিও একটি যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। আর এটি দেখে কৌতুহল প্রকাশ করেছেন অনেকেই।

ওন নামে ওই মুদ্রার ৫ হাজার টাকার একটি নোটের ছবি প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, নোটটির ওপরে বর্তমান শাসক কিম জং-উনের দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম ইল সুংয়ের হাস্যোজ্জ্বল ছবি রয়েছে।

পাঁচ দিন আগে ছবিটি প্রকাশের পর থেকে এতে ৭৪ হাজারের বেশি আপভোট পড়েছে।

ছবি প্রকাশকারী নিউজিল্যান্ডের নাগরিক জন এক পোস্টে জানান, এক ব্যক্তি ওই নোটটি মোজার ভেতরে ঢুকিয়ে পাচার করেছিলেন।

তিনি বলেন, স্থানীয় এক বাস চালকের সঙ্গে বিনিময় করে আমি এই নোটটি সংগ্রহ করি। এরপর নিজের মোজার মধ্যে রেখে দিয়েছিলাম।

এদিকে ছবিটি দেখার পর অনেকেই কৌতুহল প্রকাশ করেছেন। এক ব্যক্তি বলেন, এই মূল্যের ১০টি নোট আগেও আমি ট্যুরিস্ট শপে ব্যবহার করেছি। তবে সেখানে নেতার ছবি ছিল না।

আরেক ব্যক্তি বলেন, মুদ্রা সংগ্রহ করতে গিয়ে আপনি তো বড় ঝুঁকি নিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh