যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০১:৪৯ এএম | আপডেট: ৩০ জুলাই ২০২২, ০২:০১ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য কেন্টাকিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) এসব মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। বন্যাকবলিত এলাকায় চলছে উদ্ধার কাজ।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় টুইটার বার্তায় বলেছেন যে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। তিনি আগেই ধারণা করেছিলেন, এবারও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

গভর্নরের তরফে ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। বিপজ্জনক পরিস্থিতি এবং অব্যাহত বৃষ্টির কারণে বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh