রাজধানীর প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১১:৩৪ এএম

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা ছবি। ছবি: সংগ্রহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা ছবি। ছবি: সংগ্রহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দেশব্যাপী লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশের আজ শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে শুরু হয়। 

আগের দিন একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি।

আজকের সমাবেশের কারণে পল্টন থেকে প্রেস ক্লাবগামী সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

সমাবেশে যোগ দিতে সকাল সাড়ে ৯টা থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সমাবেশ সভাপতিত্ব করছেন। এটি সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ বিএনপি, তাঁতী দল, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh