রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৫:০৮ পিএম

রাবিপ্রবির তত্ত্বাবধানে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাবিপ্রবির তত্ত্বাবধানে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) তত্ত্বাবধানে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ শহরের ৪টি পরীক্ষা উপ-কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ হাজার ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯০০ জন উপস্থিত ছিল এবং উপস্থিতির হার ৯৩%। 

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র গুচ্ছ পরীক্ষার ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।   

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । আগামী ১৩ আগস্ট  'বি' ইউনিট এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh