স্নাতক পাসে যমুনা গ্রুপে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৪:০১ পিএম

যমুনা গ্রুপের লোগো। ফাইল ছবি

যমুনা গ্রুপের লোগো। ফাইল ছবি

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এরিয়া সেলস ম্যানেজার। পদের সংখ্যা : ২০টি। আবেদন যোগ্যতা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকেনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।

রিটেইল সেলস ও ডিলার সেলস সংক্রান্ত বিষয়ে ট্রেনিং, ট্রেড কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ডিলার ডেভেলপমেন্ট, ডিলার ম্যানেজমেন্ট, শোরুম সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষ। বেতন ছাড়াও টিএ/মোবাইল বিল, ট্যুর অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ২০ আগস্ট, ২০২২। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh