ফোন থেকে টাকা চুরি করছে যেসব অ্যাপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ১০:০৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্মার্টফোন থেকে অর্থ চুরি করছে এমন অনেক অ্যাপের সন্ধান পাওয়া গেছে গুগল প্লেস্টোরে। অ্যাপগুলো ব্যবহারকারীদের অজান্তেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। 

সম্প্রতি সিকিওরিটি রিসার্চ সংস্থা ট্রেন্ড মাইক্রোর একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে এমনই কিছু ম্যালওয়্যার সংক্রামিত অ্যাপ রয়েছে, যেগুলো গ্রাহকের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ব্যাংকিং তথ্য, পিন, পাসওয়ার্ডসহ আরো একাধিক বিষয় চুরি করতে পারে। শুধু তাই নয়। অ্যাপগুলো গ্রাহকের ফোনের টেক্সট মেসেজ পড়ে ফেলতে পারে এবং সেগুলোকেও ক্ষতিকারক ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত করতে পারে।

চলুন জেনে নেওয়া যাক সেই অ্যাপ গুলো সম্পর্কে- 

  • কল রেকর্ডার এপিকে
  • রুস্টার ভিপিএন
  • সুপার ক্লিনার-হাইপার অ্যান্ড স্মার্ট
  • ডকুমেন্ট স্ক্যানার-পিডিএফ ক্রিয়েটর
  • ইউনিভার্সাল সেভার প্রো
  • ঈগল ফটো এডিটর
  • কল রেকর্ডার প্রো+
  • এক্সট্রা ক্লিনার
  • ক্রিপ্টো ইউটিলস
  • ফিক্সক্লিনার
  • ইউনিভার্সাল সেভার প্রো
  • লাকি ক্লিনার
  • জাস্ট ইন: ভিডিও মোশন
  • ডকুমেন্ট স্ক্যানার প্রো
  • কঙ্কার ডার্কনেস
  • সিম্পলি ক্লিনার
  • ইউনিক কিউআর স্ক্যানার

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh